Cortona Is Now Android

কর্টানা এবার অ্যান্ড্রয়েডে

Cortona

অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস ব্যবহারকারীরা শিগগিরই মাইক্রোসফটের ভার্চুয়াল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস কর্টানা ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেম দুইটির জন্য কর্টানার বিশেষ সংস্করণ আনা হচ্ছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে জায়ান্ট প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের প্রধান জো বেলফিওর উইন্ডোজের অফিশিয়াল ব্লগের এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। সফট জায়ান্ট প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো অপারেটিং সিস্টেম যাই হোক না কেন একই ভয়েস সুবিধা যেন সবাই ব্যবহার করতে পারেন।


স্মার্টফোন ছাড়াও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে যুক্ত করা হয়েছে কর্টানা। ফলে উইন্ডোজ ফোনের মতই ডেস্কটপে ব্যবহার করা যাবে ভার্চুয়াল ভয়েজ অ্যাসিস্ট্যান্টটি। জো বেলফিওর আরও জানান, কর্টানা ছাড়াও মাইক্রোসফট ‘ফোন কম্প্যানিয়ন’ নামে বিশেষ অ্যাপ তৈরি করবে, যা ব্যবহারকারীর উইন্ডোজ পিসির সাথে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসের মধ্যে সিনক্রোনাইস সুবিধা দিবে। মূলত অ্যাপটি দিয়ে ব্যবহারকারীরা ওয়ান ড্রাইভ আইডি ব্যবহার করে স্বয়ংক্রিয় ব্যাকআপ সুবিধাও পাবেন।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.