Wednesday, February 21, 2018

সবার আগে যে ফোন গুলিতে অ্যান্ড্রয়েড Oreo’র আপডেট পাওয়া যাবে

সবার আগে যে ফোন গুলিতে অ্যান্ড্রয়েড Oreo’র আপডেট পাওয়া যাবে..



অ্যান্ড্রয়েডের নতুন সিষ্টেম অাপডেট যেটি কিছুদিন অাগেই রিলিজ করা হয়েছে অার যেটির ভার্শনের নাম Oreo রাখা হয়েছে আর এতে নতুন কিছু ফিচার্স আছে- যা- পিকচার-টু-পিকচার মোড, অটোফাইল, ইন্সট্যান্ট অ্যাপ, গুগল প্লে প্রোটেক্ট ইত্যাদি আছে




বিগত বেশ কিছু সময় ধরেই এই অ্যান্ড্রয়েড ভার্শানটির অপেক্ষা করা হচ্ছিল।


যেমন সবাই জানে যে, এটি অ্যান্ড্রয়েডের নতুন ভার্শান আর এর মাধ্যমে আপনার ফোনে বেশ কিছু নতুন ফিচার্স পাওয়া যাবে। এবার তাই সবাই চাইবে যে তাদের ফোনে অ্যান্ড্রয়েডের এই আপডেট সবার আগে পাওয়া যাক। যদি সেই ফোন গুলি এই আপডেট পেতে পারবে তো।

তবে আসুন আপনাদের জানাই যে এই আপডেট সবার আগে কোন কোন ফোনে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড Oreo’র আপডেট সবার আগে Pixel, Pixel XL, Nexus 5X, Nexus 6P, Pixel C আর Nexus Player এ পাওয়া যাবে।

এর সঙ্গে এও জানা গেছে যে এই বছরের শেষের দিকে এই আপডেট Essential, General Mobile, HMD Global, Huawei, HTC, Kyocera, LG, Motorola, Samsung, Sharp আর Sony’র মতন কোম্পানির স্মার্টফোনেও পাওয়া যাবে। 

No comments:

Post a Comment